About Us

বঙ্গ টিক্স বাংলাদেশের  অন্যতম একটি  প্রোফেসনাল ব্লগিং সাইট। বঙ্গ টিক্স ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্লগ, বিজনেস , প্রযুক্তি ও বিজ্ঞান, লাইফ স্টাইল, মোবাইল আর্নিং , সফটওয়্যার, স্বাস্থ্য ও সাম্প্রতিক তথ্য প্রতিনিয়ত প্রদান করা হয়। বঙ্গ টিক্স  নির্ভীক , সত্যসন্ধ্যানী প্রতিক্ষায় নির্মিত হয়েছে। বর্তমানে আধুনিক রিয়েল টাইম তথ্যের সমৃদ্বে বাংলা ও ইংরেজি ভাষার সংমিশণে সকল তথ্য প্রদান করা হয় বঙ্গ টিক্সের রাইটাররা প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছে যাতে করে পাঠক সমাজ তাদের কাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে জানতে পারে, একজন পাঠক সহজে  একটি তথ্য বঙ্গ টিক্স থেকে পড়ে  নলেজ অর্জন করতে পারবেন।নির্ভেজাল তথ্য পেরে এই ওয়েবসাইটের সাথে থাকুন ধন্যবাদ ।