সূরা ইয়াসিন এর আমল ও তিলাওয়াত
পবিত্র হাদীস শরীফে বর্ণিত আছে যে, সূরা ইয়াসিন যে ব্যক্তি একবার পাঠ করবে তার আমল নামায় দশবার কোরান শরীফ খতম করার ছওয়াব লিখা হয়। এই সূরা নিয়মিত পাঠ করলে ঈমান সু-দৃঢ় হয়, গোনাহ মাফ হয়, পাঠকারীর সকল প্রয়োজন ঘুচায়ে দেওয়া হয় ও অসংখ্য ছওয়াব তার আমল নামায় লিখা হয়। অভাব-গ্রস্ত ব্যক্তি প্রতিদিন সূর্য উদয়কালে এই সুরা পাঠ করলে তার সকল অভাব অনাটন দূর হবে এবং সে প্রচুর সম্পদশালী হবে।এই সূরা ইয়াসিন কে কোরআনের পরশমনিও বলা হয়ে থাকে।সূরা ইয়াসিন এর ফযিলত সম্পর্কে জানবো।
ঘরে বসে মেয়েদের সহজে ইনকাম করার উপায়
ক্রোম ফ্ল্যাগস এর উপকারী ফিচার
কিভাবে বুঝবেন ইমো হ্যাক হয়েছে
বিছমিল্লাহির রাহমানির রাহিম
ইয়াছিন। ওয়াল কুরআনিল হাকিম। ইন্নাকা লা-মিনাল মুরছালিন। আলা ছিরাতিম মুছতাক্কিম। তানজিলাল আযিযির রাহিম। লিতুনযিরা ক্বাওমাম মা ঊনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাক্কাদ হাক্কাল কাওলু আলা আকছারিহিম ফাহুম লা ডিমিনুন। ইন্না জাআলনা ফী আনা ক্বিহিম আগলালান ফাহিয়া ইলাল আযক্বানি ফাহুম মুকমাহুন।
ওয়া যাআলনা মিম বাইনি আইদিহিম ছাদ্দাও ওয়া মিন খালফিহিম ছাদ্দান্ ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবছিরুন। ওয়া ছাওয়ায়ুন আলাইহিম আ-আনয়ারতাহুম আমলাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নামা-তুনযিরু মা-নিত্তাবাআয্ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিলগায়বি ফাবাশ্মিরহু বিমাগফিরাতিও ওয়া আফরিন কারিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আছারাহুম ওয়া কুল্লা শাইয়্যিন আহছাইনাহু ফি ইমামিম মুবীন ওয়াদরিব লাহুম মাছালান আছহাবাল কারিয়াতি ইজাআ হাল মুরছালুন। ইয্য আরছালনা ইলাইহিমুছনাইনি ফা কায্ যাবু হুমা ফা আয্যায়না বিছালিছিন ফাক্কালু ইন্না ইলাইকুম মুরছালুন।
কালু মা আনতুম ইল্লা বাশারুম মীছলুনা, ওয়ামা আন’জালার রাহমানু মিন শাইয়্যিন ইন আনতুম ইল্লা তাকজিবুন। কালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরছালুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন। ক্বালু ইন্না তাতাইয়ার না বিকুম লাইলাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাছছান্নাকুম মিন্না আযাবুন আলীম। ক্বালু ত্বাইরুকুম মা আকুম আইন যুকিরতুম বাল আনতুম কাওমুম মুছরিফুন। ওয়া যায়া মিন আক্কাছাল মাদিনাতে রাজলুই ইয়াছ আ কালা ইয়া কাওমিত তাবিউল মুরছালীন। আত্তাবিউ মাল্লা ইয়াছ আলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন।
ওমা লিয়া লা আবদুল্লাজি ফাতারানী ওয়া ইলাইহী তুরজাউন। আ-আত্তাখিজু মিন দুনিহি আলি হাতান ইরিদিনির রাহমানু বিদুররিল্লা তুগনী আন্নি শাফায়াতুহুম শাইয়াও ওয়ালা ইউনকিযুন। ইন্নিইযাল্লাফী দালালীম মুবিন ইন্নি আমানতু বিরাবিবকুম, ফাছমাউন।কিলাদ খুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কাওমী ইয়ালামুন। বিমা গাফারালি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ওয়ামা আনালনা আলা কাওমিহি মিম বা’দিহি মিন জুনদিম মিনাচ্ছামারি ওয়ামা কুন্না মুনজ্বিলিন। ইন কানাত ইল্লা ছাইহাতাও ওয়াহিদাতান্ ফাইজাহুম খামিদুন।
ইয়া হাছরাতান, আলাল ইবাদি মাই’য়াতিহিম মির রাসুীলন ইল্লা কানু বিহি ইয়াছ—তাহজিউন। আলাম ইয়ারাও কাম আহলাকনা কাবলাহুল মিনাল কুরনী আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। ওয়া ইনকুল্লু স্লাম্মা জামিউল লা-দাইনা মুহদারুন। ওয়া আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু আহইযায়নাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। ওয়া জাআলনা ফিহা জান্নাতিম্ ম্ িনাখিলিও ওয়া আনাবিও ওয়া ফাজজারনা ফীহা মিনাল ইউউন। লিয়াকুলমিন ছামারিহি ওয়ামা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। ছুবহানাল্লাজি খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুম-বিতুলআরদু ওয়া মিনআনফুছিহিম ওয়া মিম্মা লাইয়ালামুন। ওয়া আয়াতুল্লাহ গ্লাইল নাঁচলাখু মিনহুন্নাহারা ফাইযাহুম মুজলিমুন। ওয়শ শামছু তাজরি লিমুছতাকাররিল্লাহ।
যালিকা তাকদীরুল আজিজুল আলিম। ওয়াল কামারা কাদ্দারনাহু মানযিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। লাশ্ শামছু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল্লাইলু ছাবিকুন্ নাহারি ওয়া কুল্লু নফী ফালাকি ইয়াছবাহুন। ওয়া আয়াতুল্লাহুম আন্নাহামালনা জুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। ওয়া খালাক্না লাহুম মিম্ মিছলিহি মা ইয়ার কাবুন। ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা ছারিখা লাহুম ওয়ালাহুম ইউনকাজুন। ইল্লা রাহমাতান মিন্না ওয়া মাতায়ান ইলা হীন। ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মাবাইনা আইদিকুম ওয়ামা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। ওয়ামা তাতিহিম মিন্ আয়াতিম মিন্ আয়াতি রাব্বিহিম। ইল্লা কানু আনহা মু’রিদিন।
ওয়া ইজা কিলা লাহুম আন-ফিকু মিম্মা রাযাক্বাকুমুল্লাহ কালাল্লাজিনা কাফারু লিল্লাজিনা আমানু আনুত ইমু মাল্লাও ইয়াশাউল্লাহু আত্ আমাহু ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। ওয়া ইয়াকুলনা মাতা হাজাল ওয়াদু ইনকুনতুম ছোয়াদিকিন। মাইয়ান জুরুনা ইন্না ছাইহাতাওঁ ওয়াহিদাতান তাখুজুহুম ওয়াহুম ইয়াখিচ্ছিমুন। ফালা য়াছ্তাতিউনা তাওছিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ার জিউন। ওয়া নুফিখা ফিচ্ছুরি ফাইজা. হুম মিনাল আজ দাছি ইলা রাব্বিহিম ইয়ানছিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মাম বাআছানা মিম মারকাদিনা হাযা মা ওয়া আদার রাহমানু ওয়া ছাদাকাল মুরছালুন।
ইন কানাত্ ইল্লা ছাইহাতাওঁ ওয়া হিদাতান ফাইজাহুম জামীউল লাদাইনা মুহদারুন। ফালইয়াও মা লাতু্যুলামু নাফছুন সাইয্যাওঁ ওয়ালা তুজযাওনা ইল্লা মা কুনতুম তা’মালুন। ইন্না আছহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন। হুম ওয়া আযওয়াজুহুম ফী জিলালিন আলাল আরায়িকি মুত্তাকিউন। লাহুম ফিহা ফাকিহাতুও ওয়ালা হুম মা ইয়াদ্দাউন। ছালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ওয়াম তাজুল ইয়া-ওমা আইয়্যূয়হাল মুজরিমুন।
আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদামা আল্লা তাবুদুশ শায়তানা ইন্নাহু লাকুম আদুউম্মুবিন। ওয়াআনি বুদুনি হাযা ছিরাতুম মুছতাকিম।ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাছিরান আফালাম তাকুনু তাকিলুন।হাযিহি জাহান্নামুন্নাতি কুনতুম তুয়াদুন। ইছলাওহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকছিবুন। ওয়ালাও নাশাউ লাতামাছনা তালা আইউনিহিম ফাছতাবাকুছছিরাতা ফা-আন্না ইউছিরুন। ওয়ালাও নাশাউ লামাছাখনাহুম আলা মাকানাতিহিম কামাহুতাত্বাউ মুদিইয়াও ওয়ালা ইয়ারজিউন।
ওয়ামান নুআমমিরহু নুনাক কিছুহু ফিল খানকি আফাল’ইয়াকিলুন। ওয়ামা আল্লাম নাহুশ শিরা ওয়ামা ইয়ামবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুও ওয়া কুরআনুম মুবিন। লিইউনযিরা মান কানা হাইয়াও ওয়াইয়া হিক্বাল কাওলু আলাল কাফিরিন। আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আন আমানূ ফাহুম লাহা মালিকুন। ওয়া জাল্লালনাহা লাহুম ফামিনাহা রাকুবহুম ওয়া মিনহা ইয়া কুলুন। ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন।
ওয়াত্তাখিযুমিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইউনছারুন। লায়িািছ তাত্বীউনা নাছরাহুম ওয়াহুম লাহুম জুনদুম মুহদারুন। ফালা ইয়াহ জুনকা কাওলাহুম ইন্না নায়ালামু মা ইউছিররুনা ওয়ামা ইউলিনুন। আওয়ালাম ইয়ারাল ইনছানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন্ ফাইজা হুয়া খাছীমুম মুবিন৷ ওয়া দারা বালানা মাছালাও ওয়া নাচিয়া খালক্বাহু কালা মাইউহ্ইল ইযামা ওয়াহিয়া রামিম। কুল ইউইহাল্লাজি আনশায়াহা আউয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। আল্লাজী জায়ালা লাকুম মিনাশ শাজারিল আখদারি না-রান ফাইজা আনতুম মিনহু তুকিদুনা। আওয়া লাইছাল্লাজি খালাকাচ ছামাওয়াতি ওয়াল আরদা বিক্বাদিরিন আলা আইয়াখালুকা মিছলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আরম। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়্যান্ আইয়াকুলা লাহু কুন ফাইয়াকুন। ফাছুবহানাল্লাজি বিইয়াদিহি মালাকুতুকুল্লি শাইয়িন ওয়া ইলাহি তুরজাউন.
সূরা ইয়াসিন পাঠ করার ফযীলত
প্রত্যেক নর-নারী সকাল বেলা সূরা ইয়াযীন অবশ্যই পাঠ করবে। প্রয়োজনে সূরাটি মুখস্থ করে নিবে। উক্ত সূরার ফযীলত বর্ণনা করতে গিয়ে হাদীস শরীফে বলা হয়েছে যে, সৃষ্টি জগতের প্রতিটি বস্তুরই দিল বা হৃদয় রয়েছে। আর কোরআন শরীফের হৃদয় হলো সূরা ইয়াসীন।
* যেব্যক্তি নিছক আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছায় উক্ত সূরাটি পাঠ করবে, তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে এবং একবার সূরা ইয়াসীন পাঠ করলে তাতে দশবার কোরআন শরীফ খতম করার সাওয়াব পাওয়া যায়। —(তিরমিযী শরীফ ও দারেমী)
“ যেদিন সূরা ইয়াসীন পাঠ করা হবে সে দিনের সকল প্রয়োজন গায়েব থেকে মিটে যাবে বলে হাদীস শরীফে উল্লেখ রয়েছে।
* মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কানের কাছে বসে সূরা ইয়াসীন পাঠ করলে সেব্যক্তির মৃত্যু অতি সহজে হবে। ও পথহারা ব্যক্তি পাঠ করলে পথের সন্ধান পেয়ে যাবে।
* হারানো জিনিস খোঁজ করতে গিয়ে সূরা ইয়াসীন তেলাওয়াত করতে থাকলে ইনশা-আল্লাহ সন্ধান পাওয়া যাবে।
* সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় গর্ভবর্তী মহিলার নিকট বসে সূরা ইয়াসীন পাঠ করলে সহজভাবে সন্তান ভূমিষ্ঠ হয়। এছাড়াও এ সূরার আরো অনেক ফযীলত রয়েছে।—(কাশফুল খাফা, ইবনে কাসীর)