গুগল ক্রোম এর ফিচারগুলোর সুবিধা
গুগোল এর যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে ক্রোম ব্রাউজার সবচেয়ে বেশি জনপ্রিয়। নতুন নতুন ফিচার যোগ করে ক্রোম ব্রাউজার দিন দিন এই অ্যাপটিকে আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। সম্প্রতি ক্রোম ব্রাউজারে নতুন ফিচার যুক্ত হয়েছে এবং এর মাধ্যমে উইন্ডোজ, ম্যাক ও ক্রোম ওএস চালিত ডিভাইসগুলো আরো উন্নত হবে ক্রোম ব্যবহারে। ক্রোম ব্রাউজারে আরো অনেক শর্টকাট ফিচার যোগ হয়েছে, আজকে আমরা জানবো গুগল ক্রোম এর নতুন ফিচার সম্পর্কে।
মুক্তিযুদ্ধ কি, তাৎপর্য ও গুরুত্ব
অ্যামাজন অ্যাফিলিয়েট করে ইনকাম করুন সহজে
জাভাস্ক্রিপ্ট কি,কিভাবে শিখবেন
এনার্জি সেভিং মোড
ক্রোম ব্রাউজার ব্যবহারের সময় আমাদের ল্যাপটপের ব্যাটারি চার্জ ২0% পৌঁছে যায়। এনার্জি সেভিং মোড ব্যবহার করে ব্যাটারির লাইফ বাড়ানো যাবে। এই ফিচারটি ভিজ্যুয়াল ইফেক্ট লিমিট করে ডিভাইসের যে ব্যাটারি লাইফ সেটাকে অধিক সময় ধরে ব্যবহারের যোগ্য করে তুলবে।এই আপডেট আপনার ক্রোম ভার্সনে এসেছে কিনা সেটার দেখার জন্য ব্রাউজারের উপরে ব্রাউজারে পাতার মতো একটি আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করে এনার্জি সেভার মোড চালু করে দিলেই আপনার ডিভাইসের ব্যাটারি ২০% এ পৌঁছাবে থখন অটোমেটিক এনার্জি সেভিং মোড চালু হয়ে যাবে।
মেমোরি সেভার মোড
মেমোরি সেভার মোড নামে আরেকটি ফিচার যোগ হতে যাচ্ছে ক্রোম ব্রাউজারে। আরেকটি ফিচার যোগ হবে যারা একই সময় অনেকগুলো ট্যাব খোলা রেখে কাজ করেন তাদের জন্য এই ফিচারটি বেশ উপকারী হবে। মেমোরি ফিচার মোড চালু রাখলে শুধুমাত্র আপনি যে ট্যাবটি আপনি ব্যবহার করছেন সেটিকেই গুরুত্ব দেওয়া হবে। আর অন্য ট্যাবগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে এবং সেগুলো ইন্যাক্টিভ থাকবে। শুধুমাত্র প্রয়োজনের সময় লোড হবে গুগোল।ক্রোমের এই ফিচারটি 30% কম মেমোরি ব্যবহার করবে। যার ফলে ক্রোম ব্যবহারের অভিজ্ঞতা আরো ফাস্ট হবে। যখন এই ফিচারটি কাজ করলে কতটুকু মেমোরি ফ্রি করেছে তা ডান দিকের কর্ণারে শো করবে।
শর্টকাট ফিচার
আমাদের অনেকেরই অভ্যাস আছে ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় আমরা ক্রমে অসংখ্য ট্যাব খুলে রাখি। তখন দেখা যায় আগের অবস্থানে কোন স্পেসিফিক ট্যাবে ব্যাক করা বা খুঁজে পাওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য গুগল নতুন একটি ফিচার যোগ করেছে। এটার মাধ্যমে বুকমার্ক, হিস্টরি এসব খুব সহজেই “@”কি ব্যবহার করে অ্যাক্সেস করা যাবে। ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে ক্লিক করে অ্যাড দা রেট লিখলে অটোমেটিক ট্যাবস,বুকমার্কস, হিস্টরি এই তিনটি অপশন আসবে এরপর সার্চ অপশনে ক্লিক করলে স্পেসিফিক লিংকটি খুঁজে পাওয়া যাবে। এছাড়াও সরাসরি @tabs, @bookmarks,@history লিখে ও শর্টকাট অ্যাক্সেস করা যাবে। আবার ব্রাউজিং হিস্টরি ব্রাউজ করতে চাইলে সে ক্ষেত্রে @history লিখে কাঙ্খিত কিওয়ার্ড লিখলেই চলে আসবে। আবার একইভাবে বুকমারকস টাইপ করে যেকোনো কিওয়ার্ড লিখলেই আপনি আপনার কাংখিত বুকমার্কটি খুঁজে পাবেন।
ডাক্তার এর প্রেস্ক্রিপশন পড়ে দিবে গুগল
ইউটিউব দিয়ে আয় করুন ঘরে বসে
মেয়েদের ঘরে বসে আয় করার সহজ উপায়
ক্রোম ব্রাউজার কিভাবে আপডেট করবেন?
ক্রোম ব্রাউজারের নতুন নতুন আপডেট ফিচারগুলো পেতে হলে অবশ্যই ক্রোম ব্রাউজার আপডেট রাখতে হবে। ক্রোম ব্রাউজার কিভাবে আপডেট করবেন সেগুলো একটু আলোচনা করা হলো।
- কম্পিউটারের ক্রোম ব্রাউজার প্রথমে ওপেন করতে হবে।
- ডান দিকের কর্ণারে থ্রি ডট আইকনটিতে ক্লিক করতে হবে।
- তারপর Help থেকে About Google Chrome সিলেক্ট করতে হবে।
- সেখানে আসার পরে Update Google chrome অপশন পাবেন ওই অপশনে ক্লিক করলে ক্রোম ব্রাউজার আপডেট হয়ে যাবে।
- আর যদি অপশনটি খুজে না পান তাহলে ধরে নিবেন আপনার ক্রোম ব্রাউজার টি আপডেট রয়েছে।
- এরপর সেটিংস অপশনে যাবেন নতুন পারফরম্যান্স সাইডবার দেখতে পাবেন সেখানে উপরে উল্লেখিত ফিচার পাবেন। ফিচারগুলো সেখান থেকে চালু রাখবেন তাহলেই আপডেট থাকবে ক্রোম ব্রাউজার।
ক্রোমের নতুন নতুন আপডেট ফিচার চালু রেখে আপনার ব্রাউজিং এর অভিজ্ঞতাকে করে তুলুন অসাধারণ।