গুগল ক্রোম ব্রাউজার দেখতে খুব সাধারন মনে হলেও এর মধ্যে আছে অনেক অসাধারণ কিছু বিষয় যা আপনার কল্পনার বাইরে। এই অ্যাপের মধ্যে যে মজার মজার বিষয় লুকিয়ে আছে তার মধ্যে ক্রোম ফ্ল্যাগস অন্যতম। ক্রোম ফ্ল্যাগস নামে যে হিডেন সেকশন রয়েছে সেখানে আছে অসংখ্য এক্সপেরিমেন্টাল ফিচার যেগুলো ব্যবহার করে ক্রোম ব্যবহারের অভিজ্ঞতা কে আরো বাড়িয়ে নিতে পারবেন। আজকে ক্রোম ফ্ল্যাগস সম্পর্কে কথা বলব যেগুলো আপনার চিন্তা ধারাকে পরিবর্তন করে ফেলবে।
মেয়েরা ঘরে বসে আয় করার সহজ উপায়
নাসার রোবট ইনসাইটের বিদায়
কিভাবে ব্যবহার করবেন ক্রোম ফ্ল্যাগস?
ক্রোম ব্রাউজারের সেটিংস অপশনে সারাজীবন ঘাটাঘাটি করলেও ক্রোম ফ্ল্যাগস খুঁজে পাওয়া যাবে না। ক্রোম ব্রাউজার এ প্রবেশ করে সার্চ বারে টাইপ করুন ক্রোম ফ্ল্যাগস এবং এন্টার দিলে এই ব্রাউজারটি খুঁজে পাবেন খুঁজে পাবেন ক্রোম ফ্ল্যাগস।তারপর ক্রোম ফ্ল্যাগস এর ফিচারগুলো দেখতে পারবেন। এখানে দুটি অপশন আসবে Available এবং Unavailable নামে । কিছু নির্দিষ্ট ডিভাইস অর্থাৎ শুধুমাত্র ফোন বা কম্পিউটারে এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। ক্রমে প্রবেশ করে chrome://flags অ্যাড্রেসে এ প্রবেশ করলেই সব ধরনের ফিচার খুঁজে পাবেন। এরপর সার্চ করে ফ্ল্যাগস গুলো খুঁজে নিতে পারবেন। কোন ফিচার চালু করতে এর পাশে থাকা ড্রপডাউন মেনু যান এবং চালু করুন আপনার প্রয়োজনীয় ফিচারটি।
ক্রোম ফ্ল্যাগস ব্যবহার করা নিরাপদ কিনা?
ক্রোম ফ্ল্যাগস চালু করার সময় ওয়ার্নিং মেসেজ আসবে তবে এই মেসেজ দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটি মোটেও ডিভাইসের জন্য ক্ষতিকর না। মূলত এই সব ফিচার গুলো আসে এক্সপেরিমেন্টাল হওয়ার কারণে। কিছু ফিচার ক্রোমের অন্যান্য ফিচার গুলোকে অচল অথবা পরিবর্তন করে দিতে পারে তাই আপনি যদি ক্রোম ফ্ল্যাগস বন্ধ করতে চান তাহলে ঠিক যেভাবে ক্রোম ফ্ল্যাগস অ্যাড্রেসে এ প্রবেশ করে চালু করেছেন ঠিক সেইভাবে ক্রোম ফ্ল্যাগস এড্রেসে প্রবেশ করে এটি বন্ধ করতে পারবেন।
সেরা কিছু ক্রোম ফ্ল্যাগস
এবার আমরা জেনে নিব অসাধারণ কিছু ক্রোম ফ্ল্যাগস সম্পর্কে যেগুলো ব্যবহার করে ব্রাউজিং-এর অভিজ্ঞতাকে পরিবর্তন করে দিতে পারবেন।
Smooth Scrolling
আমরা যখন ক্রোম ব্রাউজার ব্যবহার করি তখন আমাদের মাঝে মাঝে মনে হয় যে এটি বেশি ল্যাগি হয়ে গেছে। এই সমস্যাটা অনেক কারণেই হয়ে থাকে তবে এর সমাধানও রয়েছে। ক্রোম ফ্ল্যাগসে প্রবেশ কর Smooth Scrolling লিখে সার্চ করে অপশনটি চালু করে দিন এই ফিচারটি অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স আপনি ব্যবহার করতে পারবেন।
Reader Mode
ইন্টারনেট ব্যবহারের প্রধান উদ্দেশ্যই হল অসাধারণ সব লেখালেখি পড়া। অনেকেই পছন্দ করেন বা অনেকেরই প্রধান উদ্দেশ্য হলো আর্টিকেল পড়া। যারা লেখালেখি পড়তে পছন্দ করেন তাদের জন্য এই রিডার মোট বেশ উপকারে আসতে পারে। এই ফিচারের মাধ্যমে যে কোন পেজের শুধুমাত্র মূল লেখা টাই পড়া যায় কোন ধরনের বাড়তি এলিমেন্ট ছাড়া। এই ফিচারটি চালু করার জন্য ক্রোম ফ্ল্যাগসের পেজে গিয়ে Enable Reader Mode লিখে সার্চ করলে ফিচারটি চালু করে দিন।
Auto Dark Mode
ডার্ক মোড অনেকেই পছন্দ করেন। দেখতে যেমন ভালো লাগে তেমনি আবার চোখের জন্যও এটি খুবই স্বস্তিদায়ক। যারা ডার্ক মোড এর ফ্যান হয়ে গেছেন সকল ওয়েবসাইটে কিন্তু এই ডার্ক মোড ব্যবহার করতে পারেন এই ক্রোম ফ্ল্যগসের মাধ্যমে। ডার্ক মোড চালু করার জন্য ক্রোম ফ্ল্যাগসে প্রবেশ করে Auto Dark Mode for web content লিখে সার্চ করেন তখন আপনি পেয়ে যাবেন এই ফ্ল্যাগসটি এবং চালু করে দিন।
মাইক্রোসফট উইন্ডোজের উপকারি কিছু অ্যাপস
ইউটিউব প্রিমিয়াম কি
Parallel Downloading
বড় ধরনের ফাইল ডাউনলোড করতে গেলে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। ডাউনলোড করতে অনেক সময় লাগে। এই ঝামেলা এড়াতে এবং সময় বাচাতে প্যারালাল ডাউনলোডিং এর মাধ্যমে মাধ্যমটি ব্যবহার করতে পারেন। এটার মূল কাজ হলো আপনি যে ফাইল ডাউনলোড করবেন সে ফাইলটাকে ছোট ছোট করে ভাগ করে খুব দ্রুত ডাউনলোড করে ফেলবে। Parallel Download লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এই ফিচারটি এবং ড্রপডাউন মেনুতে ব্যবহার করেন ব্যবহার করে চালু করতে পারবেন।
Touch UI Layout
বর্তমানে অনেক ডিভাইস আছে যেগুলোতে টাচ সুবিধা থাকে। এ সুবিধার ফলে বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্ট গুলো ভালোভাবে ইন্টারেক্ট করা যায়, এর মধ্যে রয়েছে ডেক্সটপ ইন্টারফেস টাচ। মাঝে মাঝে ডেক্সটপ ইন্টারফেস টাচ কমান্ডের সাথে কাজ করে না তাই Touch UI Layout এর মাধ্যমে এই সমস্যাটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। ক্রোমফ্ল্যাগসে প্রবেশ করে Touch UI Layout এর ড্রপডাউন মেনু ব্যবহার করে এই ফিচারটি এনাবল করে দিলেই আপনি এ সমস্যা থেকে সমাধান পাবেন।
Live Caption
যারা মিডিয়ায় ভিডিও প্লে হওয়ার সময় ক্যাপশন দেখতে পছন্দ করেন তারা Live Caption নামের এই ফিচারটি চালু করে দিতে পারেন। কিছু ভিডিও প্লেয়ার ওয়েবসাইটে ক্যাপশন থাকলেও সব জায়গাতে এই সুবিধা পাওয়া যায় না।কিন্তু এ ফিচারটির মধ্যোমে সব সময়ই এ সুবিধা পাবেন।
GPU Rasterization
অনেক সময় আমাদের মনে হয় আমাদের কম্পিউটারের বা ল্যাপটপের ক্রোম ব্রাউজার যথেষ্ট ফাস্ট না.।
কম্পিউটার যদি কম্পিউটারে যদি GPU Rasterization চালু থাকে তবে তার শক্তি তবে বাড়াতে পারেন ক্রোম ব্রাউজারের স্পিড। এই ফিচারটি এক্টিভেট করার জন্য GPU Rasterization লিখে সার্চ করে এই ফিচারটি চালু করে দিন তাহলে আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজার হবে ফাস্ট।
আকর্ষণীয় যতগুলো ফিচার রয়েছে গুগল ক্রোম ব্যবহারের তার মধ্য থেকে সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে ক্রোম ফ্ল্যাগস।এটি ব্যবহার করে গুগল ক্রোমের ফিচার কে আরও আকর্ষণীয় করে তোলা যায় আর সবগুলো ফিচার ই পাওয়া জাবে ক্রোম ফ্ল্যাগ এর মধ্যে।